Mamata Banerjee: সিপিএমকে তীব্র আক্রমণ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: 'উৎসবের মরশুমে একটি অশান্তির ঘটনাও কেউ দেখাতে পারবে না','জেলায় কলকাতার থেকেও ভাল ভাবে পুজো হয়েছে''বাংলার (West Bengal) মতো সংহতি আর কোনও রাজ্য দেখাতে পারে না', 'গত দুদিন রাজ্যে শিল্প সম্মেলন হয়ে গেল', 'যারা সব থেকে বেশি গরু-কয়লা পাচারের টাকা খায়, তারাই বড় বড় কথা বলে', 'গরু ভিন রাজ্য থেকে আসে, তখন কারা টাকা খায়?', 'কয়লা পাচারের কথা বলা হচ্ছে, কোল ইন্ডিয়া (Coal India) কী করছে? সিআইএসএফ (CISF) কী করছে?','পার্থ-বালু-মানিক জেলে, এটাই চলবে', 'যখন আপনারা ক্ষমতায় থাকবেন না, তখন কোথায় থাকবেন, সেলে?','গদ্দাররা বলছে আর সিবিআই (cbi)-ইডি (চলে যাচ্ছে','সিজার লিস্ট না দিয়ে লুঠ করে চলে যাচ্ছে','এই সরকার যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল', 'আমি মনে করি, বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরা জিততাম','আমরা জোটের নাম দিলাম ইন্ডিয়া, অমনি দেশের নাম ভারত হয়ে গেল', 'সংবিধান কী করে পরিবর্তন করবেন মোদিবাবু?','জিএসটির নামে সব কর রাজ্য থেকে তুলে নিয়ে চলে যায়','আমাদের ভাগের টাকাও কেন্দ্র দিচ্ছে না', 'সবকিছুতে বাবুদের ছবি লাগাতে হবে', বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram