Mamata Banerjee : I-PAC কর্ণধারের বাড়ি-অফিসে ED হানা, 'অপরাধ' মনে করছেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

ABP ANANDA LIVE : I-PAC কর্ণধারের বাড়ি-অফিসে ED হানা, খবর পেয়েই গেলেন মুখ্যমন্ত্রী। কয়লা পাচার মামলা ও হাওয়ালা-যোগের তদন্তে কলকাতায় ED অভিযান চলে। 

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ED। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন পৌঁছল মুখ্যমন্ত্রী। IPAC-এ ED-র তল্লাশি নিয়ে এবার প্রতিবাদে কালই পথে নামছেন মুখ্যমন্ত্রী। কাল দুপুর ২টো নাগাদ যাদবপুর ৮বি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ৪ ঘণ্টা পর সেক্টর ফাইভের অফিস থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে আইপ্যাকের অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'হামলার প্রত্যুত্তর জনগণ দেবে'।  আউট্রাম ঘাটের অনুষ্ঠানে যোগ দিয়ে ফের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে আসবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ইডি তৃণমূলের IT সেলের অফিসে তল্লাশি চালাচ্ছে, এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক। প্রার্থী তালিকা, হার্ড ডিস্ক, দলের রণকৌশল, সবকিছু বাজেয়াপ্ত করার চেষ্টা করছে ED। এটাই কি অমিত শাহর কাজ? অমিত শাহ সবচেয়ে খারাপ স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যদি বিজেপির অফিসে তল্লাশি চালাই, তাহলে কী হবে?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola