Mamata Banerjee: 'আমি মেট্রো রেলের জন্য টাকা বরাদ্দ করে রেখেছিলাম, আর উনি ফিতে কাটছেন', নিশানা মমতার

Continues below advertisement

ABP Ananda LIVE: 'মতুয়াদের আধার কার্ড(Aadhar Card) কেড়ে নিয়েছিল, আমি গর্জে ওঠায় থেমে গেছে'। 'কিন্তু ভোটের পরে বাংলাদেশে (Bangladesh)পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে'। 'কিন্তু আমরা সেটা হতে দেব না, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না'।'বিজেপির (BJP) নেতারা দিল্লিতে (Delhi)গিয়ে টাকা আটকাতে বলে আসে'। 'অনেক আসনে জিতেছিল, কিন্তু কী করেছে বিজেপি?' 'পাগড়ি পরে বলে পাঞ্জাবীদের খালিস্তানি বলে, আর মুসলিমদের পাকিস্তানি বলে বিজেপি'। 'বাংলায় কিছু না হলেও দিল্লি থেকে টিম চলে আসে'। 'কিন্তু মণিপুরে কতবার গেছে কেন্দ্রের টিম?' 'এজেন্সিগুলোকে সঙ্গে নিয়ে ভোট লুঠ করার ছক করা হচ্ছে'। 'এতদিন অনেক বিচার করেছো, হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়েছো'। 'এবার মানুষ তোমার বিচার করবে'। 'চেয়ারে বসে আগে কেউটে ছিল, এখন গোখরো হয়েছে'। 'যাদের টিকিট দিতে পারছি না, তাঁদের বিধানসভায় (Bidhansabha)টিকিট দেব'। 'বাংলায় একা লড়বে তৃণমূল'(TMC)। 'অসম, মেঘালয়েও একা লড়বে তৃণমূল'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram