Mamata Banerjee: বাংলার বেশিরভাগ রেল প্রকল্পই আমার আমলে হয়েছে,আর এখন ফিতে কেটে কৃতিত্ব নিচ্ছে: মমতা

Continues below advertisement

ABP Ananda LIVE: 'বাংলার(West Bengal) বেশিরভাগ রেল প্রকল্পই আমার আমলে হয়েছে, আর এখন ফিতে কেটে কৃতিত্ব নিচ্ছে', বিজেপিকে (BJP)আক্রমণ মমতার (Mamata Banerjee)। 'দীঘা(Digha)-তমলুক রেললাইন আমি রেলমন্ত্রী থাকাকালীন করে দিয়েছিলাম ওটা বিজেপি করেনি'। 'মিথ্যা কথা বললেই হয় না'। 'যত রেললাইন বালুরঘাট, দীঘ, তমলুক, যত স্টেশন মেট্রো সব টাকা আমি দিয়েছি'। 'আর উদ্বোধন করে ফিতে কেটে বলছে করল কে?' 'বিজেপি নাকি করেছে'। 'মিথ্যে কথা বলার একটা লিমিট আছে', বললেন মমতা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram