Mamata Banerjee: নির্বাচন করানোর আগে পরীক্ষার সময়সূচি দেখে নেওয়া উচিত ছিল কমিশনের: মমতা | Bangla News

Continues below advertisement

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "৫ রাজ্যে ভোটের সময় আসানসোল, বালিগঞ্জের ভোট করা যেতে পারত। ৫ রাজ্যের ভোটের সঙ্গে উপনির্বাচন হলে এই সমস্যা তৈরি হত না। ৭ লক্ষ ৩৯ হাজারের বেশি এবার উচ্চমাধ্যমিকের (Higher Secondary) পরীক্ষার্থী। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উচ্চমাধ্যমিকের পরীক্ষা। উপনির্বাচনের জন্য স্কুলেই বুথ, একসঙ্গে কী করে পরীক্ষা হবে? ভোটের সময় প্রচার, ছেলেমেয়েদের অসুবিধে হয়, এগুলো মাথায় রাখা উচিত। রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনকে এব্যাপারে চিঠি দিয়েছিল।" তিনি যোগ করেন, "বালিগঞ্জের সঙ্গে মানিকতলা উপনির্বাচন একসঙ্গে করতে পারত। তার মানে বিজেপির কথায়, যেদিন বলবে, সেদিন ভোট করবে। সব পরীক্ষাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, একসঙ্গে জয়েন্টও পড়ে গেছে। কারও লজ্জা না থাকলে, আমার নিজের খারাপ লাগে, পরীক্ষা পিছোতে হচ্ছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram