Mamata Banerjee: হিন্দু-মুসলমানের ভেদাভেদ করতে চায় বিজেপি:মমতা বন্দ্যোপাধ্যায়।Bangla News
Continues below advertisement
তৃতীয় তৃণমূল সরকার গঠনের প্রথম বর্ষপূর্তিতে বাইপাসের ধারে নতুন অস্থায়ী অফিসে আজ তৃণমূলের রাজ্য কমিটির বৈঠক। সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একই কথা বলে যাওয়া, এটা মিথ্যাচার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি দেখুন, বাংলার দিকে তাকাতে হবে না। জাহাঙ্গিরপুরী, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে তাকান অমিত শাহ। সিপিএম বিজেপির বি-টিম। হিন্দু-মুসলমানের ভেদাভেদ করতে চায় বিজেপি। সিবিআই, ইডি ছেড়ে কোনও কাজ করেছেন অমিত শাহ ? বাংলায় সবাই নাগরিক, মিথ্যাচারের ভ্রষ্টাচার। বাংলার নাগরিক না হলে তাঁরা ভোট দিলেন কী করে ? ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্মান করি’।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee TMC Amit Shah In Bengal ABP Ananda Union Home Minister ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bengal BJP মমতা বন্দ্যোপাধ্যায় Amit Shah Bengal Visit TMC Campaign Mamata Banerjee এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল অমিত শাহ রাজ্যে অমিত শাহ অমিত শাহ বাংলা সফর Home Minister Land In Bengal Amit Shah Bjp Rally Amit Shah Visit Bengal Amit Shah Kolkata Visit