
Mamata Banerjee: বিদেশ সফরে যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মমতার, কটাক্ষ বিজেপির
ABP Ananda LIVE: '২ বছর পরপর আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একদল লোক আছে, যাঁরা কুচক্রী' । জাপান আমাদের বারবার আমন্ত্রণ জানিয়েছে, ২ বছর পর যাব' । পোলান্ড, অস্ট্রেলিয়া, কানাডাও আমন্ত্রণ জানিয়েছে', জানালেন মুখ্যমন্ত্রী লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর । টাস্ক ফোর্সে প্রশাসনিক দিকের দায়িত্বে বিবেক কুমার, প্রভাত মিশ্রর মতো IAS-রা । থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজিপি রাজীব কুমার ও সিপি মনোজ ভার্মা । মন্ত্রীদের মধ্যে দায়িত্বে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসুরা । দায়িত্বে থাকবেন অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম । দলের বিষয়টা দেখে নেবেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্য পুলিশকে দিয়ে ভোট হলে প্রহসনে পরিণত হবে নির্বাচন', আক্রমণ শুভেন্দু
BJP News Live: 'ভোটের ১১ মাস আগে থেকে গুন্ডামি করছে তৃণমূল'। ভয় পেয়ে গুন্ডামি করছে তৃণমূল: শুভেন্দু। 'রাজ্য পুলিশকে দিয়ে ভোট হলে প্রহসনে পরিণত হবে নির্বাচন'। 'কোচবিহারে লিখিলরঞ্জনের ওপর হামলা চালিয়েছে'। 'বিজেপির নির্বাচিত প্রতিনিধিদের ওপর গুন্ডামি চালাচ্ছে তৃণমূল'। সুবর্ণ গোস্বামীর বদলির প্রতিবাদেও সরব বিরোধী দলনেতা। 'মমতার প্রতিহিংসাপরায়ণ রাজনীতির চূড়ান্ত নিদর্শন'।