Paschimbanga Dibas: পশ্চিমবঙ্গ দিবস পালন প্রসঙ্গে, রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফোন করে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ABP Ananda Live

Continues below advertisement

একতরফা সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার কোনও সম্মতি নেই। পশ্চিমবঙ্গ দিবস পালন প্রসঙ্গে, রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফোন করে, এইভাবে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যপালকে চিঠিও লিখেছেন তিনি। আজ রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল। NCC-র অনুষ্ঠানের পাশাপাশি, স্কুল পড়ুয়াদের জন্য বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে এদিন রাজ্যপালকে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়া কেন তা করা হচ্ছে, বলে জানতে চান মুখ্যমন্ত্রী। বিষয়টিকে সংবিধান সম্মত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁদের ফোনে কথোপকথনের পর, পশ্চিমবঙ্গ দিবস পালন করে রাজ্যপালকে চিঠিও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram