Mamata banerjee: ৭ কোটি দিয়ে দেওয়া হয়েছে, দাবি মমতার
আমার প্রত্য়েকটা জেলা, ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আমরা ৯ কোটি দরখাস্ত পেয়েছিলাম দুয়ারে সরকারে। ৭ কোটি দিয়ে দেওয়া হয়েছে। ২০ লক্ষ পরিষেবা রেডি। এই প্রকল্পে ৬ লক্ষ মানুষের কাছে পৌঁছ যানবে পরিষেবা। মানুষের জন্ম থেকে মৃত্য়ু যা প্রয়োজন। ১ দিনেই ৬ লক্ষ। এরকম নজির কম দেখা যায়। ডিরেক্ট ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে পরিষেবা। যেমন ৬ লক্ষ মানুষের কাছে পরিষেবা পৌঁছে যাবে। কেউ লিখছে সাইকেল পায়নি। প্রকল্প রেডি। পরিষেবা যাতে দেরী না হয়.. ২১ তারিখের মধ্যে করে নিতে হবে। তারপরে মাধ্যমিক। যাতে কেউ বঞ্চিত না হয়, তাই স্থানীয় আধিকারিকরা আছেন, যাতে কাজগুলো পেয়ে যায়। 10 লক্ষ সাইকেল (Cycle) রেডি। নবম শ্রেণিে উঠছে তাঁদের দেওয়া হবে, হাওড়ার পাঁচলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য।