CAA: 'নির্বাচনের আগে প্রতারণার জন্য CAA কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে', আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement

West Bengal News: 'নির্বাচনের আগে প্রতারণার জন্য সিএএ রুলস কেন্দ্রীয় সরকার (Central Govornment) ঘোষণা করেছে', 'এর মধ্যে কোনও স্বচ্ছতা নেই, বৈধ কিনা আমার সন্দেহ আছে', 'পুরোটাই ভাঁওতা, নির্বাচনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা', 'এনআরসি-র নামে অসমে ১৯ লক্ষের মধ্যে ১৩ লক্ষ বাঙালি 'হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল', 'বহু মানুষ দুঃখে আত্মহত্যা করেছিলেন', 'যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তাঁরা সতর্ক থাকুন','দরখাস্ত করলেই আপনারা কিন্তু বৈধ নাগরিক থেকে বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন', 'তখন আপনাদের চাকরি, ছেলেমেয়ের পড়াশোনা সবই বেআইনি ঘোষণা হয়ে যাবে', 'এটা আসলে অধিকার কাড়ার খেলা', 'এটা এনআরসি-র সঙ্গে সংযুক্ত', 'আপনাদের ডিটেইনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে', 'তাই দরখাস্ত করার আগে বারবার ভাববেন', 'আমরা সিএএ মানছি না, মানব না', 'আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে, সেজন্য ইচ্ছে করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে', 'বিজেপির খেলাই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের প্রভেদ তৈরি করা', 'আপনাদের কোনও অধিকার যাবে না, আমরা যেতে দেব না', হাবড়ার সভায় সিএএ-কে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram