Mamata Banerjee : দুর্গাপুজোকে হেরিটেজ তকমা, বর্ণাঢ্য পদযাত্রা, কী জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
Continues below advertisement
দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে পদযাত্রা। মিছিল শুরুর আগে প্রথা মেনে ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। রাস্তায় নামলেন বিশিষ্টরা। ক্লাবগুলোর সঙ্গে সঙ্গে রাজপথে দেখা গেল মোহনবাগান-ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিধারীদের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছল রেড রোডে। ঢাকের বোলে, শঙ্খধ্বনিতে, ছৌ ও মুখোশ নাচে মেতে উঠলেন সবাই। পদযাত্রার শেষে জমকালো নাচের অনুষ্ঠান। মঞ্চ থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Continues below advertisement
Tags :
ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda MamataBanerjee BanglaNews DurgaPuja DurgaPuja2022