Mamata Bnaerjee: 'কেন্দ্র আমাদের ভাতে মারার পরিকল্পনা করছে, ভাত কিন্তু আমরাই বানাই', কটাক্ষ মমতার

Continues below advertisement

ABP Ananda LIVE: '৪০ শতাংশ টাকাও দেয় রাজ্য(West Bengal), আর প্রকল্পের নামে কেন্দ্রের বিজ্ঞাপন'। 'ভোটের (Lok Sabha Election 2024)পর গ্যাসের দাম আরও ৫০০ টাকা বাড়বে'। '২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বেকারত্ব বেড়েছে ৪৪ শতাংশ'। 'রাজ্যে সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র'। 'কেন্দ্র(Central) আমাদের ভাতে মারার পরিকল্পনা করছে, ভাত কিন্তু আমরাই বানাই'। 'দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও (Hemant Soren) গ্রেফতার করেছে, যা ইচ্ছে তাই করছে'। 'আশাকর্মীদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, রাজ্য টাকা দিচ্ছে'। 'দেশের মধ্যে একমাত্র বাংলাতেই পেনশন দেওয়া হয়'। 'কেন্দ্রের এমন প্রতিহিংসাপরায়ণ আচরণ আগে দেখিনি'। 'দেশের ইতিহাস, ভূগোল সব পাল্টে দিচ্ছে'। 'যখন ক্ষমতায় থাকবে না, তখন কোথায় যাবে? টিকিট কাটা আছে তো?' 'সিপিএম কোনও দিন বিজেপির বিরোধিতা করেনি'। 'এখন বিজেপির বড় বন্ধু হয়েছে সিপিএম'। 'আমরা কংগ্রেসকে ৩০০ আসনে একা লড়তে বলেছিলাম'। 'কংগ্রেসকে বলেছিলাম, আঞ্চলিক দলগুলি, যেখানে যার শক্তি বেশি, তারা লড়ুক'। 'এবার কংগ্রেস ৪০টি আসন পাবে কি না সন্দেহ', বললেন মমতা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram