Mamata Banerjee: 'দেউচা-পাচামি অন্যতম সর্ববৃহৎ কোল ব্লক হতে চলেছে', জানালেন মুখ্যমন্ত্রী
ABP Ananda Live: 'দেউচা-পাচামিতে অন্যতম সর্ববৃহৎ কোল ব্লক, এই প্রকল্পে ১ লক্ষ মানুষের চাকরি হবে'। 'আরও একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছে জেএসডব্লু গ্রুপ'। 'এখানে একটি স্কিল ট্রেনিং সেন্টার তৈরি করবে রাজ্য'। '১০ লক্ষ মানুষ ইতিমধ্যেই চাকরি পেয়েছেন'। মন্তব্য মমতার মন্তব্য ।
বীরভূমে কোর কমিটির বৈঠক না ডাকায় তৃণমূলে গোষ্ঠীকোন্দল
বীরভূমে কোর কমিটির বৈঠক না ডাকায় তৃণমূলে গোষ্ঠীকোন্দল। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল নির্দেশ দিলে বৈঠক ডাকবেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ করবেন জানিয়েছেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। গত শনিবার সিউড়িতে কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক না ডাকায় ক্ষোভ প্রকাশ করেন কোর কমিটির সদস্য কাজল শেখ ও তৃণমূলের জেলা চেয়ারম্যান ও কোর কমিটির আরেক সদস্য আশিস বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির কর্তৃত্ব নিয়ে তৃণমূলের ঘরোয়া কোন্দলকে কটাক্ষ করেছে বিজেপি।