Mamata Banerjee: 'উনি স্বাস্থ্যবান মানুষ, আমার মনে হয় উনি সুস্থ আছেন', ধনকড় প্রসঙ্গে মন্তব্য মমতার

ABP Ananda LIVE: মেয়াদ শেষ হওয়ার ২ বছর আগেই উপরাষ্ট্রপতি থেকে পদত্য়াগ করলেন জগদীপ ধনকড়। জগদীপ ধনকড়ের পদত্য়াগ ঘিরে জাতীয় রাজনীতিতে যখন বিতর্ক তুঙ্গে, তখন সেই ইস্য়ুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন 'উনি(জগদীপ ধনকড়) স্বাস্থ্যবান মানুষ। আমার মনে হয়, উনি (জগদীপ ধনকড়) একদম সুস্থ আছেন।'। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, 'TMC- যে সবসময় উল্টো কথা বলে এটাই মানুষ জানে। এখন একটা সোজা কথা বললেন। ভাল লাগল শুনে।' ২০২২ সালে জগদীপ ধনকড়কে যখন উপরাষ্ট্রপতি হিসেবে প্রার্থী করে NDA তখন সংসদে ভোটাভুটি থেকে বিরত ছিল তৃণমূল কংগ্রেস। সেই নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তিন বছর পর উপরাষ্ট্রপতি পদ থেকে ধনকড়ের পদত্য়াগের পরও জারি রইল বিতর্ক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola