Mamata Banerjee: 'বাংলায় এনআরসি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না', হুঙ্কার মমতার | ABP Ananda LIVE
Lok Sabah Election 2024: 'অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি (BJP), সাবধান থাকতে হবে'। 'যে সিএএ (CAA)কেন্দ্র ঘোষণা করেছে, তার বৈধতা নিয়ে সন্দেহ আছে'। 'পুরোটাই ভাঁওতা, অধিকার কেড়ে নেওয়ার খেলা'। 'দরখাস্ত করলে, নাগরিকত্ব বাতিল হয়ে যাবে'। 'কাউকে বাংলা থেকে বিতাড়িত হতে দেব না'। 'বিজেপি আপনাদের ধাপ্পা দিচ্ছে'। 'যাঁরা নাগরিক, তাঁরা অনুপ্রবেশকারী হয়ে যাবেন'। 'সিএএ কোনওভাবেই রাজ্যে (West Bengal) প্রয়োগ করতে দেব না'। 'বাংলায় এনআরসি (NRC)করতে দেব না, ডিটেনশন ক্যাম্প করতে দেব না'। 'বিজেপি হল নারীবিরোধী, এদের হিন্দুত্ব বহিরাগত হিন্দুত্ব'।
Tags :
Citizenship Amendment Act Matua Community CAA Implementation ABP Ananda LIVE /West Bengal Lok Sabah Election 2024 Matua Community In Bengal Matua Community Celebrating Implementation Of Caa Caa Bill Passed