Mamata Banerjee: 'আমরা বাংলায় এনআরসি করতে দেব না', কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'বিজেপির (BJP) রাজ্যে (West Bengal) ডিম, মাছ, মাংস খাওয়া বন্ধ' ' ক্ষমতায় এসে সব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে'। 'আপনি কী খাবেন সেটা আপনার অধিকার' 'আপনি কী পোশাক পরবেন সেটা কিন্তু আপনাদের অধিকার'। ' নির্বাচনের আগে বলবেন চাল দেব, টাকা দেব'। ' আবার বলবে সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে'। ' নির্বাচন হয়ে গেলে তো ওরাই চলে যাবে তখন টাকা কে দেবে ?' 'এখন উত্তরবঙ্গ(North Bengal) নিয়ে মানুষ গর্ব করে'। 'স্কুলে অনেক কর্মসংস্থান হবে, একজনের ভুল হলে তার জন্য কাজ আটকে থাকবে না'। ' কেউ জেনেশুনে ভুল করলে আইনের পথে তার শাস্তি হবে'। ' মেধাশ্রীর টাকা, ওবিসির টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে'। ' দুবছর ধরে একশ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার'। 'কেন্দ্র বিনাপয়সায় চাল দেওয়া বন্ধ করে দিয়েছে আবার নির্বাচন এলে চাল দেবে'। 'আবার বলছে এনআরসি করব, সিএএ (CAA)করব'। 'নাগরিক না হলে আপনি ভোট দেন কী করে ?' 'এগুলো সব মিথ্যে কথা বলা হচ্ছে, আমরা সবাই নাগরিক'। 'আমরা বাংলায় এনআরসি করতে দেব না'। 'চা-এর পাট্টা দেওয়া হচ্ছে, যে চা-বাগানে কাজ করে সেখানেই পাট্টা দেওয়া হবে', মন্তব্য মুখ্যমন্ত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram