Mamata Banerjee: 'অপারেশন দাঙ্গা, আমরা কেন করব?' নাম না করে BJP-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
ABP Ananda Live: কেউ তো (দাঙ্গা) করবেই, তার তো এটা কাজ। অপারেশন দাঙ্গা, আমরা কেন করব? দাঙ্গা প্রসঙ্গে নাম না করে বিজেপিকে এইভাবেই আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি প্রশাসনের উদ্দেশ্য়ে বললেন, মালদায় সাম্প্রদায়িক হিংসা কেন হয়? কেউ করলেই আমাকে করতে হবে? DM, SP-কে ভাল করে নজর রাখতে হবে। পাল্টা বিজেপির শঙ্কর ঘোষ বলছেন, মুর্শিদাবাদ এবং মালদায় হিনদুদের ওপর যে অত্য়াচার হয়েছে, সেই অত্য়াচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা, সেই ভূমিকা, স্বীকার করতে হবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। পুলিশমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্য়াগেরও দাবি তুলেছেন বিজেপি বিধায়ক।
মুর্শিদাবাদ দাঙ্গায় তৃণমূল-যোগের বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে হাইকোর্টের তৈরি তিন সদস্য়ের অনুসন্ধান কমিটির রিপোর্টে। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে, ধুলিয়ানে তাণ্ডবের নির্দেশ দিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। এই রিপোর্ট প্রসঙ্গে বিজেপি নেতাদের মুখে উঠে এসেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমানে তৃণমূল কাউন্সিলরের স্বামী মেহবুব আলমের নাম। বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ বলেছেন "বলা হয়েছে, ১১ এপ্রিল, দুপুর ২ টো থেকে সমস্ত হামলা, স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হয়েছিল। পুলিশ প্রশাসন কিছু করেনি।" যদিও, মেহবুব আলম এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, অভিযোগটা বেতবোনার লোককে দিয়ে করানো হয়েছে, বিজেপি এবং RSS দ্বারা তারা পরিচালিত হয়ে বলেছে। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, অনুসন্ধান কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিধায়কও উপস্থিত ছিলেন। তিনি তাণ্ডব দেখেন, তারপর চলে যান। তার পরের দিনও তাণ্ডব চলে।