Mamata Banerjee: প্রাথমিক স্তরে সেমিস্টার নিয়ে ব্রাত্যকে কড়া বার্তা মমতার। ABP Ananda live

Continues below advertisement

Bratya Basu: 'প্রাথমিক স্তরে সেমিস্টার!''একটা বাচ্চা সেমিস্টার দেবে'। 'স্কুলে এসব হয় না, স্কুলে কোনও সেমিস্টার চলবে না' 'আমি জানতাম না, মুখ্যসচিব জানতেন না। 'কোনও নীতি চালু করতে গেলে আগে আমাদের জানাতে হবে'। মন্ত্রী ব্রাত্য বসুকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

 

 

 

জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ । সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ চট্টগ্রাম আদালতে । রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাজা যাবজ্জীবন, জানাল চট্টগ্রাম আদালত । সন্ন্যাসীকে এবার রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে জেলে দীর্ঘ সময় বন্দি রাখতে চায় ইউনূস সরকার । অসুস্থ আইনজীবী রবীন্দ্র ঘোষের জায়গায় আজ লড়তে এসেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য । অপূর্ব ভট্টাচার্যর সঙ্গে ছিলেন আরও ১০ জন আইনজীবীর টিম । শুনানি হলেও জামিনের আবেদন খারিজ হওয়ায় হতাশ আইনজীবীরা আদালত ছাড়লেন । আশায় ছিলাম, হতাশ হলাম, প্রতিক্রিয়া কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের।  হিন্দু হলেই সরকারি চাকরির প্যানেল থেকে নাম বাদ? বিস্ফোরক অভিযোগ দিলীপের।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram