Mamata on Budget vision : বেশ কিছু অনুর্বর জমি উর্বর করেছি, ৫০০ কোটির চেকব্যাঙ্ক হয়েছে : মমতা

ABP Ananda LIVE : 'ভোট এলে একরকম কথা বলে কেন্দ্রীয় সরকার'। 'আমাদের বাজেটে আমরা সেরকম কিছু করিনা'। 'আমাদের রাজস্ব থেকে আমরা বাজেট বরাদ্দ করি'। 'সব কর তুলে নিয়ে যায় কেন্দ্র, আমরা কিছু পাই না'। 'গ্রামীণ বাড়ি বন্ধ করে দিয়েছে কেন্দ্র, তাও আমরা করছি'। '১০০ দিন থেকে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র'। 'সীমিত সাধ্যে ২৮ লক্ষ পরিবারকেবাংলার বাড়ি প্রকল্পের সুবিধে'। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না: মুখ্যমন্ত্রী। 'রাজ্যপাল তাঁর ভাষণে ঐক্যশ্রী প্রকল্পের কথা বলেছিলেন'। 'মার্চের মধ্যে ৪৫ লক্ষই এইপ্রকল্পেরসুবিধে পেয়ে যাবে'। 'অন্য রাজ্য আমাদের থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নকল করেছে'। আমরা বাজেটে যে কথা দিন, তা পূরণ করি: মুখ্যমন্ত্রী। 'আরও কর্মসংস্থান তৈরি করাটাই আমাদের লক্ষ্য'। 'এবার আমরা সাড়ে ৪ লক্ষ কোটি টাকার শিল্প প্রস্তাব পেয়েছি' ,'লক্ষ্মীর ভান্ডারে ২ কোটি ২১ লক্ষ পরিবার সুবিধে পায়, ৫০ হাজার কোটি খরচহয়'। 'কন্যাশ্রী প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি খরচ করে রাজ্য সরকার'। 'স্বাস্থ্য সাথী প্রকল্পে ৯ কোটি পরিবারের জন্য ১২ হাজার কোটি খরচ হয়'।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola