Mamata Banerjee: বালুকে গ্রেফতার করেছে, যাতে দলের কাজ করতে না পারে: মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ABP Ananda Live
West Bengal News: 'কেউ যদি ভাবেন আমি বড় নেতা, সেটা করা যাবে না', 'তৃণমূল কংগ্রেসে (TMC)থেকে নিজেকে সেবা নয়, মানুষের সেবা করতে হবে','পুরনো কর্মীরা অভিমান করে থাকলে, তাঁকে বাড়ি থেকে ডেকে আনুন', 'মন্ত্রীরা জেলায় বেশি করে ঘুরুন, মানুষের সমস্যার দিকে নজর দিন', 'কেন্দ্রীয় সরকার সব টাকা বন্ধ করে দিয়েছে', '১০০ দিনের কাজের টাকা বাংলাকে দেয়নি, তা সত্ত্বেও ৪৫ দিন কাজ করিয়েছি', '২০২১-এ যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সব কাজ শুরু হয়ে গেছে', 'মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন আমরা করেছি, আর কেউ করেনি','ভোটের সময় বড় বড় কথা বলে ভোট চাইতে আসে' 'নাগরিকত্ব নিয়ে সমাজে ভাগাভাগির চেষ্টা করা হচ্ছে'। 'আমরা সকলকে পাট্টা দিচ্ছি, যাতে তাঁদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয়'। 'কেন্দ্রীয় সরকার ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, অথচ টাকা দিচ্ছে না'। 'বিজেপি সবাইকে দেখলে বলছে চোর-চোর'। 'বলছে, তৃণমূলের সব নেতাদের জেলে ভরো'। 'নেতাদের জেলে ভরছে যাতে নির্বাচনের কাজ করতে না পারে'। 'নেতারা বলছে গ্রেফতারি বাড়াও, না হলে জেতা যাবে না'। 'তোমরা আজ আছো কাল নেই', 'বালুকে গ্রেফতার করেছে, যাতে দলের কাজ করতে না পারে'। 'আর সিপিএম-কংগ্রেস রাস্তায় নেমে চোর বলছে'।ন 'যারা হাজার-হাজার কোটি টাকা ঘুষ খায়, তাদের চোর বলতে পারছে না'। 'বিজেপি নেতারা সবথেকে বেশি চোর'। 'সংসদে ১৫০জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে'। 'এমন অত্যাচার আগে কোনওদিন হয়নি'। 'কিছু। এলাকায় কেউ কেউ নিজেরা কেউকেটা হয়ে গেছেন'। 'পার্টির কথা কেউ মনে রাখছেন না'।'৩৪ বছর সিপিএম কিছু করেনি, বিজেপিও আজ পর্যন্ত কিছু করেনি', 'যত ইডি-সিবিআই ঢোকাচ্ছে, তত বিজেপির ঘরে টাকা ঢুকছে'। 'পিএম কেয়ার ফান্ডে কত টাকা, কেউ জানে না'। 'কোটি কোটি টাকার মালিক হয়ে, দেশটাকে বেচে দিচ্ছে','ভোট এলেই তফশিলিদের বাড়িতে ভাত খেয়ে বন্ধু সাজার চেষ্টা করে'। 'তৃণমূলকে দেখে যারা চোর-চোর বলছে, তারা বড় ডাকাত'। 'বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে কেউ রাজনীতি করতে যাবেন না'।'ক্ষমতায় কিন্তু আমরাই থাকব, লক্ষ্য রাখব'। 'উত্তর ২৪ পরগনার জন্য কোর গ্রুপ তৈরি করব'। 'নির্মল ঘোষকে চেয়ারম্যান করে তৈরি কোর গ্রুপ'। 'সুজিত বসু, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী রিপোর্ট দেবে আমায়'। 'জেলার ৫টি লোকসভা আসনে নজর রাখতে হবে'। 'হোটেলে নজর রাখবেন, বাইরের লোক এসে টাকা বিলোচ্ছে কিনা দেখবেন'। 'সিপিএম বা কোনও সাম্প্রদায়িক দলের কথায় ভোট দেবেন না'। 'সংখ্য়ালঘুদের সামাজিক নিরাপত্তা তৃণমূল সরকার দিয়েছে'। 'বাংলা তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে'। 'বিজেপি বাংলা থেকে বেশি আসন পেলে বিজেপির অত্যাচার বাড়বে'। 'ভুল বুঝবেন না, আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকব'
'বারবার বলছি, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে', দেগঙ্গার সভা থেকে বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়।