Mamata Banerjee: 'আমি ঠিক যেতে পারতাম, আমি ঠিক সময়ে যাব, সরকারের ওপর ভরসা রাখুন', বললেন মমতা
ABP Ananda Live: 'মুর্শিদাবাদে শান্তির বাতাবরণ ফিরে এসেছে'। রাজ্যপালকে মুর্শিদাবাদ না যাওয়ার আবেদন। 'আমি অনুরোধ করবো পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত না যাওয়াই ভাল'। 'আমি ঠিক যেতে পারতাম, আমি ঠিক সময়ে যাব'। 'সরকারের ওপর ভরসা রাখুন'। 'ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার'। 'বিএসএফ বর্ডার দেখে, রাজ্যকে জড়িয়ে কী লাভ'। 'সকলে শান্তিতে থাকুন, অশান্তির প্ররোচনায় পা দেবে না'। 'শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন'। 'ভরসা রাখুন আদালতের ওপর, এটা রাজনীতি করার জায়গা নয়'। 'পুরোটাই এজেন্সিকে দিয়ে করানো হচ্ছে'। 'মানুষকে আমি CARE করি, আর কাউকে নয়'। 'ভোট আসলেই এসব খেলা হয়'। 'এখন AI বেরিয়ে গেছে, টাকা দিয়ে সব হয়'। 'এজেন্সি-IT সেলকে দিয়ে করানো হয়'। 'বিজেপির IT সেল শুধু বাংলাকে নিয়ে পড়ে আছে'।
Tags :
Waqf Law Protest Murshidabad Violence Update West Bengal Tension Internet Ban Murshidabad Bsf Firing Claim Hindu Families Flee Raghunathganj Violence News Siddiqullah Chaudhary Remark