Mamata Banerjee: ফুরফুরা শরিফে যাচ্ছেন মমতা, নেপথ্যে শুধুই ইফতার পার্টি?
ABP Ananda Live: বছর ঘুরলেই ফের আরেকটা বিধানসভা ভোট। তার আগে, আজ ফুরফুরা শরিফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি। কথা বলবেন পীরজাদাদের সঙ্গে। সম্প্রতি ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছিল।
'বাকিদের জন্য কেন কোনও ব্যবস্থা নয়?' কোন প্রসঙ্গে প্রশ্ন হুমায়ুনের?
'শো কজে আমি ভয় পাই না'। 'আমি তার উত্তরও দিয়েছি'। 'আমি কোনও অন্যায় করিনি'। 'বিধানসভার ভিতরে কিছু বলিনি'। 'আমি আমার সিদ্ধান্তে অনড়'। 'আজ তো শুভেন্দু অধিকারী ভয়ে দিল্লি পালিয়ে গেলেন'। 'মুর্শিদাবাদে ওঁর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না'। 'অধীর চৌধুরীকে আমি আড়াই ঘণ্টা আটকে রেখেছিলাম'। 'তখন উনি রেলের প্রতিমন্ত্রী'। 'মুখ্যমন্ত্রী ফোন করায় তারপর ছেড়েছি'। 'এক্ষেত্রে আমি দেখব কী করে ঢোকে'। 'আমার জেলার কোনও কোনও নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখে'। 'আমার জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে শুভেন্দুর ভাইয়ের সরাসরি সম্পর্ক আছে'। 'রাজ্য নেতারা চাইলে আমি প্রমাণ করে দেব'। ঠুসো মন্তব্য প্রসঙ্গে দাবি হুমায়ুন কবীরের। সিদ্দিকুল্লা, সওকত, ফিরহাদ, কল্যাণরাও তো বলেন কেন বাকিদের জন্য কেন কোনও ব্যবস্থা নয়, প্রশ্ন হুমায়ুনের