Mamata Banerjee: 'অখিলেশ সিংহ যাদব উত্তরপ্রদেশে জিতুক, এটা চাই', সমাজবাদী পার্টির জন্য প্রচারে যাওয়ার আগে মমতা | Bangla News

আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "সমাজবাদী পার্টির (Samajwadi Party) জন্য প্রচারে লখনউ যাচ্ছি। অখিলেশ সিংহ যাদব (Akhilesh Yadav) উত্তরপ্রদেশে জিতুক, এটা চাই। অখিলেশ যে লড়াই করছেন, তাতে সবার পাশে থাকা উচিত। উত্তরপ্রদেশ ভোটে তৃণমূল লড়াই না করলেও, প্রচারে যাচ্ছি। " তিনি যোগ করেন, "একসঙ্গে ভোটে লড়াই করলে ভাল হত, কিন্তু ভোট কেটে লাভ নেই। জোর করে নতুন বিমানবন্দরের জন্য জমি নেব না।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola