TMC: এবার বুথে বুথে দুয়ারে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

এবার বুথে বুথে দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্প। পঞ্চায়েত ভোটের আগে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। আগামী ১ এপ্রিল থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এবার আর ব্লকে নয়, ক্যাম্প হবে বুথে বুথে, জানালেন মুখ্যমন্ত্রী। আজ সিঙ্গুরে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দুয়ারে সরকারের মাধ্যমে ৯০ শতাংশ মানুষের হাতে কোনও না কোনও পরিষেবা তুলে দিতে পেরেছি। তারপরেও হয়ত কোনওটা আটকে আছে। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন, হয়ত ব্যাঙ্কের নম্বরটা ভুল হয়েছে, বা কন্যাশ্রীর টাকাটৌ পৌঁছয়নি।  দিদির সুরক্ষা কবচে যাঁরা বাড়ি বাড়ি যাচ্ছেন, ২ লক্ষ আবেদন পেয়েছি। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেতে পারেন, কন্যাশ্রী সহ বাকি যা যা পরিষেবা পাওয়া যায় তা দুয়ারে সরকারে পাওয়া যাবে। এবার বুথে বুথে হবে দুয়ারে সরকার। ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দুয়ার সরকারের ক্যাম্প করা হবে। এবার আর ব্লকে নয়, বুথে বুথে ঘরের সামনে ক্যাম্প হবে।'' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram