KIFF : ৩১ তম ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, বিশেষ নৃত্য পরিবেশন ডোনা গঙ্গোপাধ্যায়ের
ABP Ananda LIVE: ধনধান্য অডিটোরিয়ামে চাঁদের হাট, ৩১ তম ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে পরিচালক রমেশ সিপ্পি, শত্রুঘ্ন সিনহা। বিশেষ নৃত্য পরিবেশন ডোনা গঙ্গোপাধ্যায়ের। মঞ্চে উপস্থিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়, গৌতম ঘোষ-সহ অন্যান্যরা। প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, '৩৯ দেশ যোগ দিয়েছে এবারের ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ৩১৫ টি ফিল্ম দেখানো হবে। ..আর আপনারা জানেন যে, পশ্চিমবঙ্গ সবকালেই জনপ্রিয়, কারণ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সিংহ, মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়।আর অনেকে আছেন,..সবার নাম বলতে পারছি না, যার নাম বলতে পারলাম না, তাঁর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।...৬ তারিখ থেকে ১৩ তারিখ অবধি প্রচুর সিনেমা, ডকুমেন্টারি দেখানো হবে, অনুষ্ঠিত হবে প্রচুর সেমিনার, সকলে উপভোগ করুন।'