Mamata Banerjee: ২১ জুলাইয়ের সমাবেশে দলীয় কর্মীদের উদ্দেশে সতর্কবার্তাই উঠে এল মমতার গলায়
West Bengal News: লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে বিপুল জয়ের পরও, এবারের একুশে জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাষণে বিরোধীদের আক্রমণের চেয়েও, দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সতর্কবার্তাই বেশি করে উঠে এল। আর, এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।
২১ জুলাই মানেই বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ! ২১ জুলাই মানে প্রতিপক্ষ-র মোকাবিলা কীভাবে করতে হবে সেই রোডম্য়াপ তৈরি করে দেওয়া! কিন্তু, লোকসভা নির্বাচন ও সাম্প্রতিক বিধানসভা উপ নির্বাচনে বিপুল জয়ের পরও এবারের ২১শে সমাবেশে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাষণে বিরোধীদের-বিদ্ধ করার চেয়েও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সতর্কবার্তাই বেশি করে উঠে এল! কখনও অনুরোধ তো কখনও সরাসরি হুঁশিয়ারি! লোকসভা নির্বাচনে তৃণমূলের আসন বেড়ছে বাংলায় বিজেপি ফের ধাক্কা খেয়েছে উপ নির্বাচনে বিজেপির থেকে তৃণমূল তিনটি বিধানসভা আসন ছিনিয়ে নিয়েছে এগুলো যেমন ঠিক, তেমনই কলকাতা পুর এলাকায় তৃণমূল ধাক্কা খেয়েছে জেলার পুরসভাগুলিতে বিজেপির কাছে বহু জায়গায় তৃণমূল পিছিয়ে পড়েছে উত্তরবঙ্গে তৃণমূল ফের ব্য়র্থ হয়েছে।