Mamata Banerjee: ‘৪০ কোটি টাকা খরচ করে জল নিকাশি ব্যবস্থার সুরাহা' জানালেন মমতা।Bangla News
যাদবপুরে নৌকা চলত, ৪০ কোটি টাকা খরচ করে সমস্যার সমাধান হয়েছে। গার্ডেনরিচ প্রকল্পে ৪ লক্ষ মানুষ উপকৃত হবে। জানালেন মুখ্যমন্ত্রী। এরজন্য মেয়র ফিরহাদ হাকিমকে শুভেচ্ছা জানালেন মমতা। তার সাথে বলেন কাজ যাতে সম্পূর্ণ হয় তা দেখতে হবে।
Tags :
Bengal CM Nabanna ABP Ananda Kolkata Police ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Mamata Banerjee Speech WBCS এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ কলকাতা পুলিশ WBPS এবিপি আনন্দ Mamata On WBCS