Mamata Banerjee: 'জল জীবন মিশন' প্রকল্পের পানীয় জলের অপব্যবহার রুখতে কড়া ব্যবস্থা

Continues below advertisement

ABP Ananda Live: 'জল জীবন মিশন' প্রকল্পের পানীয় জলের অপব্যবহার রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থা নিচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। ইতিমধ্যেই ১৯ হাজার ৬২টি জায়গা থেকে অভিযোগ এসেছে। ৪৬৭টি FIR দায়ের করেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর।

 

লাগাতার হিন্দু- নিপীড়নের খবর করায়, গতকাল আমার নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন, BNP-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। আর আজ তিনি ভারতীয় পণ্য় বয়কটের ডাক দিয়ে, স্ত্রীর কেনা ভারতীয় শাড়ি পোড়ালেন! কিন্তু তা করতে গিয়ে, যেটা সামনে এল, বাংলাদেশ এখনও ভারতীয় শাড়ির ওপরই নির্ভরশীল। কারণ, তিনি যখন শাড়িটা সামনে ছুড়ে ফেলে দিলেন, সেটা আবার কেউ সঙ্গে সঙ্গে কুড়িয়েও নিলেন! পোড়াতে গিয়ে রিজভি-সাহেব যখন দেখলেন, শাড়ি নেই, তখন যিনি শাড়ি তুলে নিয়েছিলেন, তাঁকে রীতিমতো ধমকও দিলেন BNP-র এই বর্ষীয়ান নেতা!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram