Mamata Banerjee: বিজেপি নির্বাচনের সময় শুধু আসে তারপর আর আসে না: মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ABP Ananda Live

Continues below advertisement

Mamata Banerjee on BJP: 'বিজেপি (BJP) নির্বাচনের সময় শুধু আসে তারপর আর আসে না'। ' কেন্দ্র থেকে ৭৬টি টিম রাজ্যে এসে দেখে যাওয়ার পরেও টাকা দিচ্ছে না'। ' আমাদের রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছে অথচ ঘর তৈরির টাকা দিচ্ছে না'। ' বলছে গেরুয়া রং করতে হবে, সব প্রকল্পে বিজেপির লোগো লাগাতে বলছে'। ' ভারত-পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প লাগাতে পারি, বিজেপির দলীয় লোগো লাগাব কেন ?' জয়নগরের (Joynagar) প্রশাসনিক সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram