Mamata Banerjee: এবার রাজ্যের স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই। বইয়ের তালিকা পাঠাল রাজ্য সরকার

ABP Ananda Live: এবার রাজ্যের স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই। স্কুলে স্কুলে বইয়ের তালিকা পাঠাল রাজ্য সরকার। ৫১৫টি বই স্কুলকে কিনে রাখতে হবে লাইব্রেরিতে। ৫১৫টি বইয়ের মধ্যে ১৯টি বই মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'উপলব্ধি থেকে ক্রোকোডাইল আইল্যান্ড, পল্লবী থেকে পথের সাথী'। 'মা' থেকে 'কথাঞ্জলী', স্কুলের গ্রন্থাগারে রাখতে হবে মুখ্যমন্ত্রীর বই। আইনস্টাইন, বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দের সঙ্গে গ্রন্থাগারে মুখ্যমন্ত্রীরও বই। স্কুলে স্কুলে গ্রন্থাগারের জন্য রাজ্য সরকারের ১ লক্ষের অনুদান । অনুদানের পরেই স্কুলে স্কুলে পৌঁছে গেল সরকারের বুক লিস্ট। 

 

কালীগঞ্জে বালিকার মৃত্যুতে প্রতিক্রিয়া সুকান্তর

'উপনির্বাচনে জয়োল্লাসের নামে ছোড়া হল বোমা। কালীগঞ্জ উপনির্বাচনে গণনা শেষের আগেই বিস্ফোরণে মৃত্যু বালিকার', এক্স হ্যান্ডলে পোস্ট সুকান্ত মজুমদারের। কতটা হিংস্র-অমানবিক হলে বালিকাকে লক্ষ্য করে রাস্তা থেকে বোমা ছোড়া যায় ? তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল নয়, ক্ষমতায় রয়েছে ক্রিমিনাল সিন্ডিকেট', পোস্ট রাজ্য বিজেপির সভাপতির। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola