Mamata Banerjee: CBI-কে দিয়ে বালেশ্বর দুর্ঘটনার তদন্ত নিয়ে ফের সরব মমতা | ABP Ananda LIVE
"বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা । CBI কী করবে ?" CBI-কে দিয়ে বালেশ্বর দুর্ঘটনার (Balasore Train Accident) তদন্ত নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি কেন্দ্রকে একহাত নেন তিনি। মমতা বলেন, "ক্রিমিনাল কেস হলে তো সিবিআই কিছু করবে। পুলওয়ামা দেখেননি। তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছেন । আজকেও ব্যাপারটা ধামাচাপ দেওয়ার জন্য, দুর্ঘটনার প্রকৃত তদন্ত হল না। সব সাফা হয়ে গেল ! কোনও প্রমাণ নেই।"