Mamata Banerjee: 'পুরসভায় ঢুকে গিয়েছে সিবিআই, এবার কী শৌচাগারেও ঢুকবে?', সিবিআই অভিযান নিয়ে আক্রমণ মমতার | ABP Ananda LIVE
'পুরসভায় ঢুকে গিয়েছে সিবিআই, এবার কী শৌচাগারেও ঢুকবে?' পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই অভিযান নিয়ে আক্রমণে মমতা। কলকাতা থেকে জেলা, সকাল থেকে শুরু সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। আর সেই ইস্যুতেই কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।