Mamata Banerjee: বাংলা বললেই বাংলাদেশির তকমা। আবেগ-অস্ত্রে আজ রাজপথে মমতা অভিষেক | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ২১ জুলাই তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচি, শহিদ দিবস। কিন্তু তার আগেই বুধবার রাস্তায় নামছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ইস্য়ু, ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা। আর এই আবহে শুক্রবারই দুর্গাপুরে সভা করতে চলেছেন নরেন্দ্র মোদিও। বুধবার কলেজ স্কোয়ার থেকে শুরু হবে তৃণমূলের মিছিল।বউবাজার, সুবোধ মল্লিক স্কোয়ার, এসএন ব্য়ানার্জি রোড হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ পৌঁছবে। সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। একদিন পরেই অর্থাৎ ১৮ জুলাই অর্থাৎ শুক্রবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করবেন নরেন্দ্র মোদি।

আরও খবর...

বৈধ কাজপত্র থাকা সত্ত্বেও, পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। পরে আবার দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু। 'বিদেশি' বলে দাবি করে দেশের বিভিন্ন রাজ্যে ধরপাকড়ের অভিযোগ উঠছে। বিশেষ করে বাংলাভাষী, বাঙালিদের তাড়ানো, তাঁজের হেনস্থা করার অভিযোগ উঠছে। সেই তালিকায় নাম উঠে এল আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা, দুই বাঙালির। একজন উত্তমকুমার ব্রজবাসী, অন্য জন আরতি ঘোষ। (NRC Notice)

একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। যে দেশে বছরের পর বছর বাস, যেখানে ঘরবাড়ি-কাজকর্ম সব, সেখানে বসেই হঠাৎ করে শুনতে হল তাঁরা না কি ভারতের বৈধ নাগরিক নন! উত্তমকুমার এবং আরতি, দু'জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। অথচ তাঁদের NRC নোটিস ধরিয়েছে অসম সরকার। অসমের বিজেপি সরকারের এই NRC নোটিস ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। (NRC Notice to Bengalis)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola