Mamata Banerjee: 'মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছে', মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভপ্রকাশ মমতার
Continues below advertisement
সব্জির দাম আকাশছোঁয়া, নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee on Vegetable Price Hike)। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে। আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, সসা, কাঁচা লঙ্কা, টমেটো পটল, ভেন্ডি- সব কিছুর কিছুর দাম বেড়েছে। এখন সবাই বাজারে যেতে ভয় পাচ্ছে।' মূল্যবৃদ্ধির জন্য কাকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী ? তিনি আরও বলেন, আলুকেও শস্য বিমার আওতায় আনা হয়েছে। তাহলে রাজ্যে সব্জির দাম বাড়বে কেন? ইচ্ছে করে চাহিদা তৈরি করা হচ্ছে। কোল্ড স্টোরেজে পড়ে আছে ৪৫ লক্ষ মেট্রিক টন আলু। এত সুবিধে দেওয়ার পরেও, এত দাম নেওয়া হচ্ছে কেন? আগের বারেও নতুন আলু আসার পরেও পুরনো আলু পড়ে ছিল। কারা মজুত করছে, খোঁজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Price Hike Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Politics Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel