Ekhon Kolkata: কেউ অন্যায় করলে, আমার ঘাড়ে দায় এসে পড়ে, বিডিও-জেলাশাসককে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

হিঙ্গলগঞ্জে সরকারি সভায় শীতবস্ত্র বিলি করতে না পেরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। "১৫ হাজার শীতবস্ত্র কিনে এনেছি, সেগুলো মঞ্চে আনা হয়নি কেন?" প্রশ্ন মমতার। মঞ্চ থেকেই বিডিও-কে তলব মুখ্যমন্ত্রীর। "পুলিশ অন্যায় করলে দোষটা পড়ে আমার ঘাড়ে।  সরকার ভুল করলে দায় নিতে হয় আমাকে। যদি বিডিও-রা কাজ না করে, আমাকে কড়া পদক্ষেপ করতে হবে। তোমার কাছ থেকে আশা এটা করিনি", জেলাশাসককে মঞ্চ থেকেই ভর্ত্‍‍সনা মুখ্যমন্ত্রীর।

নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়া স্টেশনের কাছে নবপল্লিতে রাতে বোমাবাজি। সাতসকালে শিশু উদ্যান ও প্রাথমিক স্কুলের পাশে রাস্তায় পড়েছিল ৩টি তাজা বোমা। এভাবে রাস্তায় বোমা পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য অব্যাহত। পুলিশের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। 

নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়া স্টেশনের কাছে নবপল্লিতে রাতে বোমাবাজি। সাতসকালে শিশু উদ্যান ও প্রাথমিক স্কুলের পাশে রাস্তায় পড়েছিল ৩টি তাজা বোমা। এভাবে রাস্তায় বোমা পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য অব্যাহত। পুলিশের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram