TMC News: 'হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে লড়াই করব', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ভাইয়ের
'হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে লড়াই করব।' হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের। 'মোহনবাগানের এজিএমের সময় প্রসূন যে দুর্ব্যবহার করেছিলেন, তা ভুলিনি। নির্দল প্রার্থী হয়ে দাঁড়াব, দিদি হয়ত না বলবেন, তবু দাঁড়াচ্ছি। আমি হাওড়ার ভোটারও হয়েছি।' এবিপি আনন্দকে জানালেন তৃণমূল নেত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়।
Tags :
Mamata Banerjee Brother Babun Banerjee Angry Babun Banerjee Independent Candidate Prasun Banerjee Howrah Candidate Babun Banerjee On Prasun Banerjee