Mamata Banerjee: ফের অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: তিহাড় জেলে সকন্যা-কেষ্ট (Anubrata Mondal), ফের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'কেষ্টকে ভোলা যাবে না, বিনা কারণে আটকে রাখা হয়েছে'। জেলবন্দি কেষ্টর পাশে দাঁড়িয়ে ফের দলীয় নেতৃত্ব বুঝিয়ে দিলেন নেত্রী: সূত্র । 'জেল থেকে বেরোলে জায়গা ফেরত পাবে অনুব্রত, কাজে লাগাতে হবে ঘনিষ্ঠদের'। জেলবন্দি কেষ্টর লোকেদের গুরুত্ব দিয়ে কাজে লাগানোর নির্দেশ মমতার: সূত্র । গরু পাচার মামলায় প্রায় দেড় বছরে জেলবন্দি কেষ্ট, পাশে তৃণমূলনেত্রী । বীরভূমে তৃণমূলের কোর কমিটি ৯ থেকে কমে হল ৫ সদস্যের  কোর কমিটিতে চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায় চৌধুরী, অভিজিৎ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ । লোকসভা ভোটে ফের তৃণমূল প্রার্থী হচ্ছেন শতাব্দী রায়, অসিত মাল: সূত্র । ভোটে প্রার্থী, তাই কোর কমিটি থেকে সরিয়ে নতুন দায়িত্বে শতাব্দী, অসিত মাল  । ১১ অগাস্ট, ২০২২: বোলপুরের বাড়ি থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত। ২৬ এপ্রিল, ২০২৩: গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মেয়ে সুকন্যা। রামপুরহাট, হাসানের দায়িত্বে আশিস বন্দ্যোপাধ্যায়। লাভপুর, সাঁইথিয়ার দায়িত্বে অভিজিৎ সিংহ, বোলপুর, নলহাটি, ময়ূরেশ্বর, মুরারইয়ের দায়িত্বে চন্দ্রনাথ সিংহ। নানুর, কেতুগ্রামের দায়িত্বে কাজল শেখ। সিউড়ি, দুবরাজপুরের দায়িত্বে বিকাশ রায় চৌধুরী। বিকাশ রায় চৌধুরীর সঙ্গে দুবরাজপুরের দায়িত্বে সুদীপ্ত ঘোষ। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram