Mamata Banerjee : 'নিন্দুকরা যাই বলুক, ভারতবর্ষে তৃণমূলই একমাত্র সাচ্চা পার্টি' : মমতা । Bangla News
'কোটি কোটি টাকা ওরা লুঠ করছে, কীভাবে সব টাকা ওদের কাছে যাচ্ছে জানি না। ভারতবর্ষে তৃণমূলই একমাত্র সাচ্চা পার্টি, নিন্দুকদের তাঁদের কথা বলতে দিন। সাচ্চা পার্টি, আদর্শবান পার্টি, দিলদার পার্টি, মানবতার পার্টি, মা-মাটি মানুষের পার্টি।' টিএমসিপি-র মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমো জোড়েন, 'কোর্টের বিচারাধীন ভিষয়, বেশি কিছু বলতে চাই না। তবে বলুন তো কত ছেলে-মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে, আর সিপিএম তোমার আমলে লিস্ট কোথায়? আলমারি কোথায় ? ডকুমেন্ট কোথায়? কারা চাকরি পেয়েছে ? পয়সা নিয়েছো, আর চাকরি দিয়েছো। ওই গদ্দার অধিকারীরাই আমাকে রোজ বলত। তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজ তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম ও এই চেয়ারে না থাকতাম, তাহলে বোনেদের বলতাম যারা এই মিথ্যে কথা বলে তাঁদের জিভগুলো টেনে খুলে ফেলতে।' #MamataBanerjee #TMC #BJP