Mamata Banerjee: 'আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম', ভাই বাবুনকে নিয়ে কড়া অবস্থান মমতার
Continues below advertisement
প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়ার ঘোষণার পরই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমার পরিবার বলে কিছু নেই। পরিবারকে বাদ দিয়ে যে যাঁর খেলা খেলুক। আজ থেকে আমার ভাই হিসেবে কেউ কোনও পরিচয় দেবেন না। আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম। যাঁর কথা বলছেন, তাঁর অনেক কাজকর্ম অনেকদিন ধরেই আমার পছন্দ নয়। হাওড়ায় দলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। কেউ একটু বড় হলেই লোভ বেড়ে যায়। আমি পরিবারতন্ত্র করি না, এটা তার প্রমাণ। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর দায়িত্ব আমাদের আরও বেড়ে গেল। কিছু লোভী লোক প্রসূনের বিরুদ্ধে লড়াই করতে চাইছে, তাই দায়িত্ব বে়ড়ে গেল।'
Continues below advertisement