Mamata Banerjee: আজ ধর্নার দ্বিতীয় দিন, ধর্নামঞ্চে গান ধরলেন মমতা | ABP Ananda LIVE
Continues below advertisement
এদিন সকালে ধর্না মঞ্চে গানে গলা মেলান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ধর্না মঞ্চে বসেই 'এবার তোর মরা গাঙে বান এসেছে,' 'ধনধান্য পুষ্প ভরা'... গান শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। গতকাল এই মঞ্চ থেকেই কেন্দ্র-বিরোধিতার সুর চড়িয়েছেন মমতা। কখনও নন্দলাল বলে কটাক্ষ, কখনও ওয়াশিং মেশিন দেখিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, তাঁর ধর্নামঞ্চ থেকে ৬০০ মিটার দূরে বসে থাকা DA-আন্দোলনকারীদের (DA) বাম আমলে চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত বলে আক্রমণ করেছেন।
Continues below advertisement