Mamata Banerjee: 'যাঁরা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন, তাঁদের ধিক্কার জানাই', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ABP Ananda LIVE: ভারী বর্ষণে বিপর্যস্ত কলকাতা। জলের নীচে শহরের অধিকাংশ রাস্তাঘাট। নিকাশী ব্যবস্থা নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল। এদিকে জমজলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক জনের। সব ইস্যু নিয়েই সরব বিরোধীরা। এহেন পরিস্থিতিতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। স্পষ্ট বললেন, 'যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন, তাঁদের আমি ধিক্কার জানাই।'

 

 

টানা বৃষ্টিতে জলমগ্ন SSKM হাসপাতাল, একাধিক ওয়ার্ড জলের তলায়

টানা বৃষ্টিতে জলমগ্ন SSKM হাসপাতাল । একাধিক ওয়ার্ড জলের তলায়। জল পেরিয়ে হাসপাতালে ঢুকতে হচ্ছে রোগী ও রোগীর পরিজনদের।নিম্নচাপের প্রবল বৃষ্টিতে চরম দুর্ভোগ কলকাতা শহরের একাধিক মেডিক্যাল কলেজে। ন্যাশনাল মেডিক্যাল থেকে কলকাতা মেডিক্যাল, এসএসকেএম হাসপাতাল থেকে আর জি কর মেডিক্যাল, এক রাতের ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের প্রথম সারির সবকটি সরকারি হাসপাতাল। ন্যাশনাল মেডিক্যাল কলেজে জলে হাবুডুবু খাচ্ছে জরুরি বিভাগ। ন্যাশনাল মেডিক্যাল কলেজে ওয়ার্ডের ভিতরেও হাঁটুজল। রোগীদের বেডের পায়ার প্রায় পুরোটাই জলের তলায় ডুবে। জলে ভাসছে ডিজিটাল এক্স রে রুম। ন্যাশনাল মেডিকেল কলেজে MRI রুমও জলের তলায় ডুবে। আরজি কর মেডিক্যাল কলেজ চত্বরে কার্যত হাঁটুজল ঠেলে যাতায়াত করতে হচ্ছে সবাইকে।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola