Mamata Banerjee: 'আমরা যোগ্য লোকদের ৬০ বছরে বিদায় দিই না...', অভিষেকের বক্তব্যের পরদিনই তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার

ABP Ananda LIVE: তৃণমূলে বয়স বিতর্কের মধ্যেই আমলাদের প্রসঙ্গ টেনে ফের প্রবীণদের হয়ে ব্যাটিং মমতা বন্দ্যোপাধ্যায়ের । 'আমরা যোগ্য লোকদের ৬০ বছরে বিদায় দিই না' । আমরা তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগাই, হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বার্তা মুখ্যমন্ত্রীর । বয়স হলে কর্মক্ষমতা কমে যায়, এটা ধ্রুবসত্য়, গতকাল মন্তব্য করেন অভিষেক । অভিষেকের বক্তব্যের পরদিনই গঙ্গাসাগরের অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola