Mamata Banerjee: 'যার সঙ্গে জীবনের ৩৪ বছর লড়াই, তার উপদেশ মানব না', সাফ মন্তব্য মমতার
'INDIA'র মিটিং করি, 'INDIA' নাম আমি দিয়েছি। কিন্তু, আমার দুঃখ হয় এটা বলতে গিয়ে, আমি যখন বৈঠকে যাই দেখতে পাই, সিপিএম মিটিং পরিচালনা করছে। যার সঙ্গে আমার জীবনের ৩৪ বছর লড়াই করেছি, আমি তার কোনও উপদেশ মানব না, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের