Mamata Banerjee: ইদের সভা মঞ্চের পর আজ ফের মুখ্য়মন্ত্রীর গলায় উঠে এল দাঙ্গার প্রসঙ্গ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ইদের সভা মঞ্চের পর আজ ফের মুখ্য়মন্ত্রীর গলায় উঠে এল দাঙ্গার প্রসঙ্গ। বললেন, ''আমার অনুরোধ থাকবে সকলের কাছে, শান্তি বজায় রাখুন। দয়া করে দাঙ্গা করে অশান্তি করার চেষ্টা করবেন না। এটা আপনাদের গেম প্ল্য়ান। দাঙ্গা করে কেউ কোনওদিন কিছু করতে পারেনি এবং পারবেও না।'' অন্য়দিকে দেড় কোটি হিন্দুকে পথে নামানোর আহ্বান জানিয়ে বিরোধী দলনেতা বললেন, ''কয়েকদিন পরই রামনবমী, শক্তি দেখাবেন তো?'' অন্য়দিকে মুখ্য়মন্ত্রীর মন্তব্য়ের প্রেক্ষিতে কংগ্রেসের প্রশ্ন, দাঙ্গার প্ররোচনা সংক্রান্ত তথ্য় থাকলে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না?

আরও খবর..

বেলঘরিয়ায় তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন। এই ঘটনায় বিহার-যোগ সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি, শ্যুটআউটকাণ্ডে মূল অভিযুক্ত মনোজ রব্বানি বিহার পালিয়ে গেছে। মনোজই গুলি চালিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ৬ জন যুক্ত ছিল। এদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। গতকাল ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের নীচে রাজীবনগরে মহম্মদ এনায়েতুল্লা ওরফে রিহানকে মাথায় গুলির ক্ষত নিয়ে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ২৮ বছরের ওই তৃণমূল কর্মীকে সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত তৃণমূল কর্মী প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। প্রোমোটিং বিবাদে খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola