Mamata Banerjee: লন্ডনে মুখ্যমন্ত্রীর মুখে রয়্যাল বেঙ্গল টাইগারের উপমা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: একের পর এক প্রশ্ন। আর জি কর, হিন্দু থেকে সিঙ্গুর। বাদ গেল না কিছুই। তারমধ্য়েও জবাব দিয়ে বক্তৃতা শেষ করলেন মুখ্য়মন্ত্রী। দেখালেন গান্ধীগিরিও। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। রয়্যাল বেঙ্গল টাইগার মমতা বন্দ্যোপাধ্যায়। যত হেনস্থা করবে, তত তিনি গর্জে উঠবেন। কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্নবাণ নিয়ে পোস্ট তৃণমূলের।
আরও খবর....
বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, ১৩ জন তৃণমূল নেতা-কর্মীর সাজা ঘোষণা। ১৩ জনের কারাদণ্ডের নির্দেশ আদালতের। বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্ত তা-র ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ। বাকি ১২ জনের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ। জামিনের আবেদন জানাবে কাকলির গুপ্ত তা-র আইনজীবী। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রায়ানের তৃণমূল নেতা জীবনকৃষ্ণ পালের বাবার ওপর হামলার ঘটনা ঘটে। গ্রেফতার করা হয় তৃণমূলের বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি তা গুপ্ত-কে। গ্রেফতার করা হয় বর্ধমান ১-এর যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্যক।
একদিনে পাঁচটা ! অর্জুনকে পুলিশের নোটিস-বাণ। এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ-সহ অর্জুন সিংকে থানায় তলব। ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস! তাঁর বাড়ি, মজদুর ভবনের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও অর্জুন সিংকে থানায় নিয়ে যেতে বলা হয়েছে। এবারও অর্জুন সিং তাঁর আইনজীবী মারফত জানিয়েছেন, আজ কোনওভাবেই জগদ্দল থানায় । হাজিরা দেওয়া সম্ভব নয়। দলের কাজে তিনি পাটনায় রয়েছেন বলে দাবি অর্জুন সিংয়ের।