Mamata Banerjee : ‘দুর্গাপুজো এক আবেগ, যা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের সঙ্ঘবদ্ধ করে', ট্যুইট মমতার

Continues below advertisement

‘দুর্গাপুজো এক আবেগ, যা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের সঙ্ঘবদ্ধ করে। শিল্পের সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটায়’। ‘ইউনেস্কোকে ধন্যবাদ দুর্গাপুজোকে প্রবাহমান ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ায়’, ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে বর্ণাঢ্য পদযাত্রা। দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে। মিছিলে থাকবেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা থাকবেন ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজো কমিটির উদ্যোক্তারাও। উত্তর, দক্ষিণ, পূর্ব ও হাওড়া, মূলত এই ৪টি জোন থেকে তাঁরা আসবেন। রেড রোডে থাকছে বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হবে বাংলার লোক সংস্কৃতি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram