Mamata Banerjee: 'ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি। তাহলে তোমরা কেন খাচ্ছো?' কেন বললেন মমতা?
'ক্ষমতায় আসার পর একটা সিপিএম (Cpim) ক্যাডারের চাকরি খাইনি। তাহলে তোমরা কেন খাচ্ছো? এখন রোজ কথায় কথায় হাজার হাজার চাকরি বাদ যাচ্ছে।' এভাবেই স্কুলের চাকরিহারাদের (Recruitment Scam) পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), শমীক লাহিড়ি।