Mamata Banerjee: আড়িয়াদহকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারির কথা বলে পুলিশের পাশে মুখ্য়মন্ত্রী। ABP Ananda Live
West Bengal News: আড়িয়াদহকাণ্ডে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত রায়, মদন মিত্র। তবে এবার অভিযুক্তদের গ্রেফতারির কথা বলে পুলিশের পাশে দাঁড়ালেন মুখ্য়মন্ত্রী। যদিও কুণাল ঘোষ মন্তব্য করলেন, দু-একজন রাজনীতিবিদ আর দু-একজন পুলিশ অফিসারের মদত ছাড়া দাদাগিরি বাড়তে পারে না।
মমতা বন্দ্য়োপাধ্য়ায় অর্জুন সিংয়ের দিকে আঙুল তুলছেন! কিন্তু আড়িয়াদহ যে বিধানসভা এলাকার মধ্য়ে পড়ে, সেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র কিংবা আড়িয়াদহ যে লোকসভার অন্তর্গত সেই দমদমের চার বারের সাংসদ সৌগত রায় কিন্তু আড়িয়াদহের ঘটনায় গত সপ্তাহে একবারও কোনও বিরোধী দল কিংবা বিরোধী নেতার দিকে আঙুল তোলেননি! উল্টে মদন মিত্র আঙুল তুলেছেন পুলিশের দিকে! এমনকি তাঁরই দলের একাংশের দিকেও! মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেদিন অর্জুন সিংয়ের দিকে অভিযোগের আঙুল তুলছেন, সেদিনই তাঁরই দলের প্রাক্তন রাজ্য় সম্পাদক কুণাল ঘোষও পুলিশের একাংশের দিকে স্পষ্টভাবে আঙুল তুলেছেন! সৌগত রায়ও পুলিশকেই দুষ্কৃতী নিয়ন্ত্রণের পাঠ দিয়েছেন।
রাজনৈতিক মহলে প্রশ্ন হল, তাহলে কে ঠিক বলছেন শাসক দলের সর্বোচ্চ নেত্রী, না কি তাঁরই দলের সাংসদ-বিধায়করা?