Mamata Banerjee: 'রাজ্যের কাজ করবেন, আর কেন্দ্রের হারে ডিএ নেবেন, তা তো হয় না!', বার্তা মমতার

Continues below advertisement

মহার্ঘ ভাতা নিয়ে বিক্ষোভ চলছেই। সেই আবহেই ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার। 'রাজ্য সরকারের পে কমিশন, রাজ্যের নিয়ম অনুযায়ী চলে। ষষ্ঠ কমিশনের সুপারিশ অনুযায়ী টাকা দিয়েছি আমরা। কিন্তু আপনারা যদি বলেন, রাজ্যের কাজ করবেন, আর কেন্দ্রের হারে ডিএ নেবেন, তা তো হয় না! কেন্দ্রের স্কুলের বেতন আলাদা, রাজ্যের আলাদা। দুই সরকারের পরিকাঠামো আলাদা। আমার ক্ষমতা থাকলে অবশ্যই ভালবেসে দিই। নিশ্চয়ই দিই। সিপিএম ৩৩ শতাংশ দিয়েছিল। আমরা ১০৬ শতাংশ দিয়েছি। ২০১৯-এ ষষ্ঠ কমিশনের সুপারিশের সবটাই দিয়েছি। একদিনে স্বাস্থ্যসাথী চলছে, লক্ষ্মীর ভাণ্ডার চলছে, বিনা পয়সায় স্কুল চলছে, ইউনিফর্ম দেওয়া হচ্ছে, পেনশনও চলছে, বিনামূল্যে রেশনও চলছে, আর কত করতে পারে একটা সরকার!"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram