Mamata Banerjee: আমরা একাই লড়ব, বিজেপি-কে কেউ হারাতে পারলে আমরাই পারব : মমতা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: মালদার সভা থেকে ফের একলা চলার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের । 'অনেক দল আছে, যারা ভোট এলেই কোকিলের মতো ডাকে' । 'শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচারের জন্য এরা আছে' । 'বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে' । 'আমরা একাই লড়ব, বিজেপি-কে কেউ হারাতে পারলে আমরাই পারব' । মালদার সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের । 'দুটি আসনে জিতে কংগ্রেস কী করেছে?' । 'আমরাও এখানে লড়ব, কংগ্রেস-বিজেপি সিপিএমকে সুবিধা করে দিতে লড়ছে' । 'বিজেপির বিরোধিতা আমরাই করতে পারি'
'নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের দূরে সরকারি জমিতে পাট্টা দিন, যাতে তাঁরা ঘর বাঁধতে পারেন' । 'ফিরে আসুন, রাজ্যে শিল্প তৈরি হচ্ছে, ভয় পাবেন না' । পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram